ওগো মায়াবতী
তব লাবন্যময়ী রূপে কেন জড়িয়েছ ?
মোর নেত্র জোড়ার প্রশান্তির নিদ্রা কেন কাড়িয়াছ ?


তব মুচকী হাসির একটি ঝলক
কাজল কালো চোখের পলক,
আমি চোখ বুঝিলেই স্বপ্নে ভাসো একোন যাদুর পরশ !
হৃদ মাঝার মোর করে খা খা  
তোমায় বিনা লাগে যে একা,
মোর হৃদয় খানি চুরির জন্য দিব তোমার দোস ।


তোমার নুপুর পায়ের চলার ধ্বনি
বিদ্ধকরে মোর শীরা, উপশীরা, ধমনী;
তব অসীত শুভ্র কেশের ঘ্রাণে মন দিওয়ানা হতে চায়,
তোমার মায়ায় ভরা রূপের মোহে হারিয়ে যেতে চাই ।