সেদিন ব্ড্ড একাবোধ হবে
বিষন্নতা খুবলে খাবে মন
অপেক্ষেয়মান ক্লান্ত নিথর এ দেহ অন্তিমতার রুদ্ধ শ্বাস ফেলিবার ,
শ্রুতিপথের সম্মুখে সহস্র প্রশান্তির বানী হবে শান্তিহীন
শুধু বৃথা চেষ্টা হবে স্বার ।
ধরিত্রীর প্রত্যেক সাচ্ছন্দ্য মন্ডিত বস্তুই
হবে কেবল খেলনার সাদৃশ,
গ্রহনের মতো আস্তে আস্তে নিঃশেষ হবে প্রান বায়ু    করবে জীবন গ্রাস  ।
যত্রতত্র উন্মাদনা-উত্তেজনা নিমিত্তেই হবে ধুলিস্বাত,
নিরুপায় হইবে সেক্ষনে ওগো
উৎকন্ঠায় ভরিবে অক্ষি একাকি কুপকাত ;


     চলবে.......