বেগে ধায়
চলে যায়,
আপন মহিমায়;
নাহি রয়,
নাহি পায়!
কখনো সে কারো ভয় ।


সারাক্ষণ চলে শুধু গতিময় নিরালস
পিছু টান নাই তার নাই কোন অভিলাষ ।
পারেনা কো ছুতে কেউ শোনেনা সে কারো ডাক,
মানে নাকো কোন বাধা যতই আসুক সংঘাত ।
হয় না সে ক্লান্ত নেয়না কভু অবসর,
তারই প্রবাহের খরস্রোতে খুলে দেয় সে শতদ্বার।


নিন্দুক যতই করে তার নামে প্রতিবাদ!
শোনে না সে কারো কথা, পৃথক করে না সে জাতপাত ।
হুকুমের গোলাম সে নয়, পারে না কেউ বেধে রাখিতে;
কত শত জ্ঞানী গুণী হাত পাতে তার শিক্ষার
ঝুলিতে ।
সময় দান করে শত জ্ঞান, সে যে বাস্তব জ্ঞানে ভরপুর,
সময়ের শিক্ষা গ্রহণকারীরা জীবনে যেতে পারে বহু দুর ।
সময়ের জ্ঞানে যদি গড় তুমি এ জীবন,
হবে তুমি সফলকামী, সুখী হবে আজীবন ।