তোমার আসার অপেক্ষায় আজও,
তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেলে সেই পথপানে চেয়ে থাকি!
প্রভাতের সোনালী সুর্যের মতো মাথা উঠিয়ে,
প্রহর গুনি তোমার আসার জন‍্য!
তপ্ত দুপুরের খাঁ খাঁ রোদ্দুরে আর দাড়াতে ভালো লাগেনা,
বারে বার প্রখর উষ্ণতায় পড়তে হয়েছে মরিচীকার কবলে!
অনেক বার দৃষ্টি ভ্রমের দরুন তোমারই ছায়ার পিছে ছুটে গিয়েছি ।
তাইতো আজ বড় ক্লান্ত অনুভুত হয় সমস্ত অঙ্গে ।
এখন আর বারে বারে সেই মোহের প্রতি আকর্ষীত হয়ে প্রতারিত হতে ভালো লাগেনা ।।


তবুও শত ক্লান্তি পেরিয়ে  প্রতি সকাল-বিকেল বসে থাকি ওই পথের ধারে,
তুমি আসবে বলে!


আজও ভুলিনি সেই পড়ন্ত বিকেলের কথা,
যেদিন আবার ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে ,
মোর এই অবুঝ রিদয়কে মিথ্যা বুঝিয়ে ,
চলে গেছিলে অজানায় মোর চোখেরই আড়ালে  
তাইতো আজ আর কাছে পাইনা তোমাকে দু হাত বাড়ালে ।
জানি!
তুমি আর ফিরে আসবেনা আমার ছন্নছাড়া জীবনে;
তবুও সেই বট বৃক্ষের তলে ছুটে যাই বারে বারে
শেষবার তোমার চোখে চোখ পড়েছিল যেইখানে ।


_________________________
মো: জারজিজ হাসান (রাজ)