শান্তি


একটা ঘুম



ঘর



নিজেকে রোজ কেটে



কুকুরের সামনে মাংস হাতে বসে থাকা



একটা বিড়াল জুতায় ঘুমায়



মানুষ জন্মে সবাই ভুল


পাশের মানুষ রেখে উড়ে গেছে কবে



ভাবছে কবরে যারে খেয়েছে পোকে
সে বুঝি সব জেনে গেছে
সে বুঝি সব বুঝতে পারে।



দুর্বব্যরহারেরা
হাসিমুখ


দূর
দূর


একদিন একা



একদিন একা


এক জীবন শান্তির
সব দুর্বব্যহার
দূরে গেলে পোকায় খায়


মানুষ জন্ম দখলে যায়।


হাড় পোড়া শরীর
মিথ্যার ভালো মানুষ



সবাই এক
একের ভেতর সব



শান্তি



কুকুরের মুখে মাংস তুলে দেও।
মানুষের মুখে মিথ্যা।