টেলিস্কোপে চোখ রেখে দেখি গ্রহ ভেনাস
টগবগ করছে লাভার প্রপাত গ্রহময়
পাথরগুলো বলকাচ্ছে, গজিয়ে উঠছে দানবীয় অগ্নি পাহাড়
তোমরা যারা নরক খুঁজে বেড়াও, ধরে নাও সেটা ওখানেই
সে হিসেবে পৃথিবী হতে পাড়তো শত শতাংশ বেহেস্ত
কিন্তু হৃদয় ঘটিত বিপর্যয়ে কে কখন বুঝেছে
পেতে রাখা বুকের বা’পাশে কতটা প্রেম জমে আছে
তেমনই পৃথিবীর কোমল হৃদয়ে জমে আছে বিষাদের কৃষ্ণকুয়াশা


জন্ম থেকে জন্মান্তর মুক্তির তোরণ পাড় হয়ে স্বর্গ খুঁজি
মুক্তির প্রার্থিত গন্তব্য মৃত্যু আলিঙ্গন  
অত:পর ঈশ্বরের স্বর্গ কল্পনা প্রসূত ঝাপসা কুয়াশা
তাই নারী তোমাতেই স্বর্গ খুঁজে পায় ভাবের পুরোহিত


রক্ত আলোড়িত করে প্রিয় নারীর কমনীয় মায়ামুখ
দৃষ্টির চাবুকে ঝলসে যায়, প্রণয়োত্তাপে উষ্ণ ওষ্ঠাধারে মেলে স্বর্গানন্দ
অস্থির হাত খুঁজে নেয় পরম পরশ
জননেন্দ্রিয় খুলে ফেলে স্বপ্নের তালা, স্বর্গ আকাঙ্খা উবে যায়
আবার হাবিয়ায় জ্বলে ভালোবাসাবঞ্চিত প্রেমিক পুরুষ
ধ্যানস্থ ভালোবাসার নিষ্ফল সাড়ায় হৃদয়ে বলকায় লাভা
অন্তরে গজিয়ে ওঠে যন্ত্রণার পাহাড়
বিদগ্ধ অন্তরে শরীরে বয়ে বেড়ায় ক্রুশবিদ্ধ জেসাস
পৃথিবীর পথে পথে চেয়ে দেখো অগণিত গ্রহ ভেনাস