তাঁকে নিয়ে আমি গাই, শুধু আমি নাচি
তাঁরি জন্য জীবন ধন্য, আজও বেঁচে আছি।
সে যে অনেক কালো দেখতে তারে লাগে ভালো
বাঁশির টানে প্রেমের সুরে প্রাণটা এবার গেলো।
স্বপনে দেখি তারে কিবা জাগরণে
মোর হৃদয় গদ গদ প্রেম আকর্ষণে।।
ভক্তি মোর পরিপূর্ণ তাঁরি প্রেম পদ্মে
বলছি আমি সদা সত্য নাহি আজ ভ্রমে।
প্রেম -ভক্তি সুধা, পড়ছে আজ বেয়ে
কি হল আজ মোর নেচে আর গেয়ে!
কৃষ্ণ সখা তুমি, নিত্য চেতন সত্তা
তুমিই তো মোর এ সংসারে একমাত্র কর্তা।
আমার যত প্রেম ভাব, দিলাম তোমার তরে
তুমি আছ সদা নিত্য, আমার অশ্রুজলে।।