পরিত্যক্ত চিলেকোঠা দেখেছো?
              গিয়েছো,  সেখানে কখনো?
         বেঁচে আছি, ঠিক সেই রকম, এই দেহটা নিয়ে।
কোথাও তুমি নেই, নেই তোমার অস্তিত্ব,
           তাই ওখানে,  আলো জলে না বহুকাল।
ওই চিলেকোঠার ছাদে,  চাঁদ ওঠে না বহু দিন,
           তাই ডুবে থাকে, প্রখর অমাবস্যায়।
মাঝে মাঝে ছোট ছোট স্মৃতির দাবানল গুলো ,
             জ্বলে উঠে, কালো ধোঁয়া  ছড়িয়ে দেয়।
আঁতকে উঠে সেগুলো নেভাতে গিয়ে,
      আরো পুড়ে যায়, এই পরিত্যক্ত দেহটা।
পুড়ে যায় আমার প্রেম ,আমার পাঁজর,
                                    আমার হৃদপিন্ডটা।
ঝগড়া  বিবাদ নেই, ভুল বোঝা বুঝি নেই ,
   শুধু পুড়ে যাওয়া এই দেহটা নিয়ে,
                   জেগে থাকা অসীম অন্ধকারে।
সত্যি প্রেমের অনুভূতি টা, তুমি টের পাও নি কোনো দিন,
  যাও,  ঘুরে এস ওই পরিত্যক্ত চিলেকোঠায়,
                হঠাৎ করে জ্বলে ওঠা দাবানল গুলোকে  ছুঁয়ে এস।  
বুঝতে পারবে, আমি সেই নির্বোধ ,
               যে তোমার, সত্যি কারের প্রেমিক হতে চেয়েছিলাম।