এখন আমি, অন্য আমি হবো ,
যে আমিতে  তোর ভালো লাগা গুলো থাকবে।
এখন আমি,  অন্য আমি হবো,
যে আমিতে  তোর অবহেলা  গুলো থাকবে।
এখন আমি,  অন্য আমি হবো,
যে আমিতে থাকবে না কোনো স্বাদ,
না গন্ধ,  না চাওয়া পাওয়া।  
আমি  এখন,  অন্য আমি হবো,  
যে আমি তে থাকবে না কোনো বাঁধ,
থাকবে শুধু তোর চাওয়া পাওয়া।
এখন আমি অন্য আমি হবো
যে আমি তে থাকবে না  কোনো  ক্ষোভ ,
পাগলামি, কোনো ভুল বোঝাবুঝির  আঁশটে গন্ধ ,
দেখবি একদম পাল্টে গেছি ,
থাকবেনা  সেখানে সেই আগের মতো ছন্দ।
থাকবে না কোনো উন্মাদনা,  
কোনো ভালো লাগার কথা,  ভালোবাসার ডাক।
তোর পাল্টে যাওয়া সেই আমি টা,
যখন পাল্টে যাবে ঢের।  
তখন যেন বলিস না আর,
নিজেকে পাল্টে নে আবার ফের।