জানি পুরুষের কাছে যে ভালোবাসা প্রত্যাশা করো ,
মিথ্যের মালা বদলে
      সে ভালোবাসার বাঁধ  ভেঙেছে।
তবুও ভালোবেসে ছিলাম ,
         তোমার ঝর্ণা তলে লুন্ঠিত হতে।


আমার এক পৃথিবী দেখেছে
                      আমার রাত্রিবাস।
তাই সভ্যতার কাছে গোপন করেছি
                      আমার মুগ্ধতা।
যে অক্ষত স্বপ্ন দেখিয়েছিলাম ,
                  তা মিথ্যে ছিল না।


কালের কাল পেরিয়ে যখন পূর্ণতা পাওয়ার দিন এলো ,
তোমার মিথ্যে বাগদান নিয়ে এলো
                          অপূর্ণতার মরুরাত্রি।
ভুল বুঝেছো আমায় ,
        সমস্ত যৌবন তোমাকে দিয়েছিলাম।


তোমার মিথ্যে গুলিতে উপেক্ষিত হয়েও,  
                       বধির ছিলাম।
বিশ্বাস এর পরাকাষ্ঠায় বেষ্টিত হয়ে ছিলাম ,
                        তোমার উন্মাদ।
শুধু পারোনি আমায়,
            তমসাচ্ছন্ন করতে এই মরুরাত্রিতে।  


স্মৃতির পরাকাষ্ঠায় আজ আমি
                        বিলাপ বিহীন রাত্রিচর।
অসমাপ্ত চুম্বন এর প্রতীক্ষায়
          জেগে থাকবো রাত্রির মরুভূমিতে।
সূর্য উদয়ের সাথে সাথে দেখুক পৃথিবী ,
                     নিরন্তন এই ভালোবাসাকে।