ভালোবাসা ফিকে তবু সম্পর্ক রয়ে যায় মনে
বৌ বৌ পুতুলেরা সিঁথিতে সিঁদুর বয় অভিমানে
শাঁখ  উলু ছাড়াই বিয়ে টা হয়ে যায় একদিন
অগ্নি সাক্ষী ছাড়া মন্দিরে  বিয়ে হয় সেদিন
সে বিয়ে মানে শুধু যে মানুষ টা  বিয়ে করে
বিয়ের কোনে শুধু উপভোগ টা  মনে করে
যে বিয়েতে তার কোনো মানসিকতা না জোরে
বছরের পর বছর শেষ হয় কর্তব্যে পিছু না হটে
সেই মানুষ টাই একদিন অভিযোগের দ্বারে
চলে যায় গৃহ বধূ উপভোগ মিটিয়ে সব ভুলে
অন্যের হাত ধরে অভিযোগের পাহাড় বুনে
চ্যালেঞ্জ গ্রহণ করে একা  হয় যে মানুষ টা
হসপিটালের বেড এ শুয়ে কাব্বি করে সেই মানুষটা
সুখে থেকো ভালো থেকো আশীর্বাদ করে
অন্যকে দান করে নিজের পাঁজর ভেঙে
একদিন বুঝবে সেই মানুষ টা কে যে নিজের করেছিল
সব ভুল বুঝবে যখন সে সত্যি হারিয়ে গিয়েছিলো