শর্ত টা তোমার  মেনে ই নিলাম।
তোমাকে প্রতিবন্ধকতায় বাধা যাবে না ,
তবেই তুমি আমার হয়ে থাকবে ।
কিন্তু কথা হলো ঠিক কোন কোন বিষয় ?
সেটা ভালো করে জানা হয়ে ওঠে নি।  
বলেছো স্বাধীন ভাবে  থাকবে তুমি ,
নিজের যা ভালো লাগবে করবে ,
সেখানে আমি কোনো বাধা দিতে পারবোনা।
ধরো তুমি আজ যে জুতোটা পরতে  চাইছো
আমার ভালো লাগছে না,  তুমি ওটা পরো।
কিন্তু বলতে পারবো না ওটা পরোনা।
কারণ তোমার বন্ধুরা সবাই আজ এই একই  জুতো  পরবে
তাই তুমি ওটাই পরবে ওদের  খুশি করতে।
আজ তোমার বন্ধু অনিতা খুব সকাল সকাল,  
তোমায় নীল শাড়ী টা পরে যেতে বলেছে ওর বাড়িতে।
আমার মনে হলো ওটাতে তোমাকে  মানাচ্ছে না
বড্ডো বেমানান  লাগছে , দেখতে ভালো লাগছে না।
কিন্তু বলতে পারবো না যে ওটা পরোনা।
কারণ তোমার বন্ধু বলেছে তুমি ওটাই পরবে।
শিলার বাড়িতে আজ কিটটি পার্টি আছে
তুমি যাবে সেখানে জানিয়েছ আমাকে,  এই টুকই।
শুনেছি সেখানে আরো অনেক আসবে।
চেনা অচেনা বিবাহিতা অবিবাহিতা ছেলে মেয়ে ,
ভাবলাম একবার প্রশ্ন করি ওরা সব  কারা
কিন্তু বলতে পারবো না প্রতিবন্ধকতার শর্ত আছে।  
আমি  সাধারণত সব সময় সব কিছু দেখিও না বলিও না।
কখনো কিছু একটা আঁচ করে যদি মনে হয় যে ,
খোঁজ টা একটু নেওয়া দরকার ,  তখনি বলি।  
জিজ্ঞেস করি , জানতে চাই,  একটু  ডিটেইল এ।  
তুমি পছন্দ করো না আমি এসব জিজ্ঞেস করি।
তাহলেই তোমার মনে হয়,  আমি তোমাকে বেঁধে রাখছি।
তুমি তোমার স্বাধীনতা হারিয়ে ফেলছো।  তাই তো এই শর্ত।  
বরাবরই  তুমি নিত্য নতুন বন্ধু করতে ভালোবাসো।
আমি জানি তুমি সহজ সরল পবিত্র মনের মেয়ে ।
সবাই তো আর তোমার মতো সহজ সরল হয়  না।
তাই ভয় হয় বলেই জিজ্ঞেস করি , জানতে চাই।
বন্ধু মানে যে শুধু মেয়ে বন্ধু তাও  তো নয়,  ছেলেরাও আছে।
তুমি খুব সুন্দরী সবাই  তোমার বন্ধুত্ব পছন্দ করবে।
আর তুমি মনে করো বন্ধুত্বের আড়ালে কার মনে কি চলছে
সে দিয়ে তোমার কি ?  তুমি বন্ধুত্ব টা  চালিয়ে যাবে।
যখন  বুঝতে পারি কোন একটা বন্ধু একটু গোলমেলে,
তোমাকে যে সতর্ক করে দেব সেটা পারবো না।
শর্ত আছে  প্রতিবন্ধকতায় বাধা যাবে না তোমায়।  
এক পার্টি তে তোমাদের  আলোচনা শুনছিলাম।  
ওয়ার্ল্ড টুর এর ব্যাপারে,  সামনের বছর এর প্রোগ্রাম ।  
টুর টা হয়তো তুমি বা তোমার বন্ধু রাই  করবে।
একটি ছেলে ভিড় থেকে অযাচিত ভাবে ছুটে এলো।
এসে বল্ল আমাকে কেউ নিয়ে যাবে বলছেই  না।
আমার বড্ডো গায়  পড়া,  নেকা  বলে মনে হলো  
এরকম টা হয়েই থাকে , সোশ্যাল পার্টি বলে কথা।
পাস্ থেকে তোমার বন্ধু টি, ছেলেটিকে বললো।
নিয়ে যাবে সোনা,  তোমাকে অবস্যই নিয়ে যাবে।
ছেলেটি আবার বলে উঠলো কৈ কেউ তো কিছু বলছেই না।
এই অবধিও ঠিক ছিল,  এই টুক হয়েই থাকে। কিন্তু যখন দেখলাম ,
তুমি একটা মুচকি হাসি দিয়ে সম্মতি প্রকাশ করলে,  
আভাসে জানিয়ে দিলে হ্যা  নিয়ে যাবে  ছেলেটিকে,  
বুঝলাম ওই নেকামি টাই  তোমার খুব পছন্দের।
সাথে পছন্দ ওই ছেলেটিকেও, যে সবার মাঝে সোনা হয়ে থাকে।
আমি কখনো এমন নেকামি করতে পারি নি কোথাও ।
আর সবার মদ্ধো মনি হয়ে সোনা রূপ ও সাজতে পারি নি।
তাই আজ আমি এক ঘেয়ে হয়ে উঠেছি তোমার কাছে।
জানি তুমি  তোমার এই ভালো লাগা টুক নিয়েই থাকতে চাও।
এই সব নিয়েই এগিয়ে যেতে চাও তাই আমাকে এই শর্ত দিয়েছো ।
সেখানে আমার কিছু ভালো লাগলো কিনা সেটা মূল্য হীন।
আমার ব্যাপার টা  ভালো লাগছে না  প্রকাশ করতে পারবো না।
শর্ত আছে প্রতিবন্ধকতার  তাই সব ছেড়ে দিতে হবে।
আর এই ভাবেই সব ছাড়তে ছাড়তে আজ দেখলাম ,
তুমি সত্যি কখন  আমার হয়ে উঠেছ সবার মাঝে।
যেখানে শুধু আমি ই নেই আর বাকি সবাই আছে।