কোনটা সত্যি কোনটা মিথ্যে ?
যেদিন প্রথম দেখা হয়েছিল
জানাইনি আমার ইতিকথা।
জানাইনি আমার শৈশব,
আমার ভূত ভবিষ্যৎ বর্তমান।
শুধু চেয়েছিলাম নিজেকে জানাতে।
চেয়েছিলাম এক নতুন জন্ম নিতে।
তোমার সঙ্গে চেয়েছিলাম !
বর্ণহীন এক জীবন কাটাতে।
অপঠিত ধর্মমতে বেঁধে নিতে,
পায় পায় পথ চলতে শুরু হাওয়া  
ভোরের কুয়াশায় জড়িয়ে থাকতে
মায়ার এক সুন্দর সংসার গড়তে
পাপবিদ্ধ জীবনে সুখের ভেলায়,
গা ভাসিয়ে শৈশব ভুলে যেতে।
সাময়িক নিদ্রার স্বপ্ন ভাঙ্গন,
আজ নিদ্রাহীন রাত কাটাই।
ভুলে যেতে চাই তিমিরের সবকিছু
যা পেয়েছিলাম নিখুঁত স্বপ্নাঙ্গনে।
নতুন ভোরের সূর্য কিরণে  আজ ,
অংশিন্‌ বর্তমান নিয়ে খেলা করি।
নিদ্রাহীন অন্ধকারকে ভয় পাই,
জেগে থাকি দুঃস্বপ্নকে ভুলে যেতে।