পাক্কা চার ঘন্টা দাঁড়িয়ে আছি।
      এক ব্যাগ ভুলের বোঝা নিয়ে ,
                           কিন্তু তুই এলি না।


ভেবেছিলাম আজ সেরেই ফেলবো,
                     ভুলের হিসেবে গুলো।
                            কিন্তু তুই এলি না।


এক একটা পাতায় এক একটা ভুল।
                 ভালোবাসার  এই বইটায়,
                         অনেক গুলো পৃষ্ঠা।


জানি তুই কিচ্ছু পড়বি না ,
                   ওই পাতা গুলো থেকে।
                        শুধু ভুল গুলো ছাড়া।


তবুও এই বোঝা গুলো নিয়ে ,
                  দাঁড়িয়ে পাক্কা চার ঘন্টা।
                             কিন্তু তুই এলি না।


সবার থেকে তোকে কেড়ে নেবার ভুল।
সবার থেকে কেড়ে নিয়ে নিজের করার ভুল।
তোকে নিয়ে স্বপ্ন দেখার ভুল।
শুধু মাত্র তোর হয়ে থাকার ভুল।
আরো কত ভুলে ভরা  এই বই টার ভার ,
                            শুধু আমি ই  বয়ে বেড়ালাম।


আজ  হিসেব  করে লাভ লোকসান টার,
                  একটা ভাগা ভাগি  করবো ভেবেছিলাম।
                                          কিন্তু তুই এলি না।


না হয় শুধু লাভ টাই তোকে দিতাম,
               লোকসান  টুকো  আমার থাকতো।
                                         কিন্তু তুই এলি না।


ভেবেছিলাম ভুল ছাড়া বাকি পৃষ্ঠা গুলো ,
                  তোকে দিয়ে একটু হালকা হবো রে।
                                              কিন্তু তুই এলি না।