তোমার কপালে আমার, অভ্যাসের দাগ ।
মুছে ফেলতে পেরেছ কি ?
তবে যে বললে,  বদলে গেছো।
আ জন্ম যে গান টা  গাইতে পারবে না ,
তার সুর, বাঁধতে চেষ্টা করো না।
মেঘ কুড়িয়ে আনবো,  তোমার জন্য।  
বৃষ্টিতে, মন বদলের  রং টা ধুয়ে যাবে।
পাহাড়ের মাথায় দাঁড়িয়ে ভাব ,
আকাশ টা  খুব কাছে তাই না ?
না গো, আকাশ টা - আকাশেই  আছে।
শুধু তোমার, ভাবনা গুলো এলো মেলো।
আমার চিহ্ন গুলো,  চুন খসা  দেওয়ালেও ।
মুছে ফেলতে পারবে কি ?
চেষ্টা করে দেখো,  আরো বেড়ে উঠবে ,
বট  অশত্থের ঝুড়ি হয়ে,  আমরণ ঝুলবে।
দীর্ঘ দিনের, এক একটা, অভ্যাস  এর দাগ ,
মন খারাপের ডানা  মেলে যখন
তোমার দিকেই ছুটে আসবে ।
পারবে কি, তাড়িয়ে দিতে ? চেষ্টা করে দেখো।
অভ্যাস  গুলো,  এখনো যখন তোমাকেই চায় ,
এক মুঠো,  রোদ এনে দেব, গায় মেখে নিও।