কষ্ট কে আজ আর আমি ভয় পাই না ,
কারণ সে আমাকে ভীষণ ভালোবাসে।
জীবনে কখনো আমি থেমে  থাকি না ,
কারণ জীবন আমার হাত ধরে চলে।
অন্ধ ভালোবাসায়, গন্ধ অনেক বেশি ,
মিথ্যে ভালোবাসায় সুবাস যেমন বেশি।
আমার ভালোবাসায়, গন্ধও নেই  সুবাসও নেই
নদীর প্রেমে পড়েছি , তাই সাঁতার শিখেছি
পাহাড়ের প্রেমে পড়েছি , তাই খাদে পড়েছি
খাদের অতলে , ঝর্ণা গহরে বাঁচি।
জীবন থেমে থাকে না , তাই ভয় পাই না
এগিয়ে যাবার চূড়ান্ত নেশায়
মেঘ ছুতে গিয়ে ,বৃষ্টিতে ভিজেছি ,
শিখেছি  কান্না কে জয় করতে।
দু ফোটা চোখের জল, অঝর বর্ষণে বুঝিনি।
যত্ন করে কাঁদানোর জন্য,
শুধু নিজের মানুষ গুলোই যথেষ্ট।
কিছু ইচ্ছে  কে পুড়িয়ে মারতে মারতে
আজ আমি আগুন কেও জয় করেছি ।
আগুনেও আজ আমার ভয় হয় না
কষ্ট আমায় ভীষণ ভালোবাসে ,
কষ্ট আমার  একান্ত নিজের ,
তাই কষ্ট আমি কাউকে দেব না।
জঙ্গলের গভীরে হারিয়ে গিয়েছিলাম,
কিছু, বুনো হাঁসের সাথে দেখা হয় ,
তারা আমার ইচ্ছের বাগান টা দেখিয়ে দেয়
সে বাগানে,  ইচ্ছের ফুল ফোটাতে শুরু করলাম
কষ্টের ভালোবাসায়,  সে ফুল একদিন ফুটবে।