রাঙিয়ে দিয়ে  যাও যাও
যাও  গো এবার যাওয়ার আগে।
জীবনের কিছু রং তোমাকে দিলাম,
সাজালাম  ফুলেদের মতন ,
সাজালাম  পাখিদের মতন ,
মুক্ত আকাশে ছেড়ে দিলাম
তোমার বিবেক টা গেরুয়া রং হোক
তরুণীর রঙে  তুমি হয়ে ওঠো সবুজ।
মন টা সাদা হোক , হবে না অবুঝ
নীলিমার নীল রং হোক  তোমার আত্মা
আমের মুকুলের মিষ্টি ঘ্রানে,
তোমার লজ্জা হোক লাল রং।
দোল পূর্ণিমার চাঁদ থেকে
ধূসর কালো রং কুড়িয়ে আমাকে দিও
তোমার সব কালো রং গুলো দিয়ে ,
আমাকে রাঙিয়ে দিয়ে যাও।
আমার সব রং নিয়ে তুমি ভালো থেকো
ভালোবেসো, ভালোবাসা নিও।