জীবনের বিশাল আর অচিন মানচিত্রে,
যখন নিজেকে খুঁজে না পাওয়া যায়
তখনই আত্মহত্যার  নেশা জাগে মনে।
যখন মনে হয় আমি একা  এই ঘুমন্ত পৃথিবীতে
তখনই আত্মহত্যার  নেশা জাগে মনে।
যখন নিজের কাছেই নিজেকে অপরিচিত লাগে
তখনই আত্মহত্যার  নেশা জাগে মনে।
তবে কি ভাবে পাওয়া যায় ক্ষনিকের এই আত্মতৃপ্তি ?
আত্মহত্যা কতটুকুই বা যুক্তিসঙ্গত ?
সত্যি কি কিছু পাওয়া যায় ?  এই নেশা থেকে ?
না, ব্যর্থ হবে তোমার জন্ম, ব্যর্থ হবে তোমার এই মৃত্যু
আর  তুমি কিনা তোমাকে ফাঁসে  ফাঁসি দেবে ?
আত্মশক্তি ছাড়া এ পৃথিবীতে সুখ দুঃখ বলে কিছু নেই
চোখের জল কি শুধু দুঃখ বা কান্না তেই  আসে ?
অতি মানবিক সুখেও তো চোখে জল আসে।
তাই আত্মহত্যা নয় আত্মশক্তি কে খুঁজে বার করতে হবে
আত্মশক্তি  খুঁজে নেবার দিকটা বদলাতে হবে
না তুমি একা  নও, একা নও পৃথিবীর এই মানচিত্রে
দেখো প্রেমের দহনে পুড়ে  যাওয়া কত শত প্রেমিক।
চেয়ে দেখো কত মায়ের কোলে  সন্তানের লাস।  
ফুটপাতে ঘুমিয়ে আছে কত শত স্বপ্ন।
কত বিবাহিতা নব বধূর পুড়ে যাওয়া সংসার।
অপরিচিত ইতিহাসের ক্ষত বিক্ষত গলি গুলোতে,
জরাজীর্ণ  রোগব্যাধিতে আক্রান্ত কত শত  প্রাণ।
শূন্যকে শূন্যতাবোধে বেঁধে রাখার চেষ্টা না করে,
নিজেকে প্রশ্ন কারো আর যাও  ঘুরে এস।
সমস্ত দুখের নগর গুলোর অলিতে গলিতে
আত্মহত্যা নয় আত্মশক্তির সন্ধান পাবে।