গ্রামের সেই মেয়ে টা
পুকুর ঘাটে  শাপলা তোলে
কোমর জলে  নাবিল যখন
চুলের খোঁপা পরে ঝুলে
মিষ্টি তার চাউনি তে
মিষ্টি প্রেমের ভাষা
নাকে তার সূর্যমুখী নাকছাবি
কানে নাই  দুল জোড়া খানা
নাই ঠোঁটে লাল রং
নাই কাজল চোখে
বড়ো   মিষ্টি সে মুখ
যখন সে  আমার পানে  দেখে