তোমার উপেক্ষা আজ আমার আপন হয়েছে।
তাই উপেক্ষা গুলো আজ আমার জীবন সঙ্গিনী ।
রাতের  ঘুমন্ত বিছানায় তোমার উপেক্ষা গুলি,
যখন কুটিল চুম্বনে সুখের বিষ ছড়ায়,
তখন এক সুন্দর স্বপ্ন মহল আমার ঘুম ভাঙ্গায়।
জেগে দেখি তুমি আছো ওই দূরে সিংহাসনে বসে।
একটু ছুঁয়ে দেখবার অনেক চেষ্টা করি।
কিন্তু কোথা থেকে এক নদী এসে হাজির হয়।
তোমার আমার মাঝখানে দূরত্ব টা  অনেক বেড়ে যায়।
সাঁতরে পার হতে হবে  তবেই না ছুঁতে পারবো তোমায়।
দূর থেকে দেখবার চেষ্টা করি,
তোমার উপেক্ষার সেই কুটিল হাসি টা।
যেটা কেই আমি আমার জীবন সঙ্গিনী করেছি।
একবার চিৎকার করে বললাম কাছে এস।
যত পারো উপেক্ষা করো আমায়।
সমস্ত বোধের উৎস কে গ্রাস করে,
আমি হয়ে উঠবো তোমার চূড়ান্ত প্রেমিক।
আমি অনন্ত বিরহ চাই তোমার থেকে।
ভিখারী করো আমায়, বিষ চাই আরো বিষ  দাও।
তবেই ফিরে  আস্তে পারবো বার বার এই সুন্দর স্বপ্ন মহলে।
তোমাকে দেখবার নেশায়, শুধু তোমায় ভালবাসবো বলে