অতি যত্নে সাজানো ২ খানি বাগান।
একটা, আমার সাজানো বাগান,
যেখানে তুমি থাকো।
আর একটা, তোমার সাজানো বাগান,
যেখানে, তুমি আমাকে রেখেছো।
তুমি গোলাপ ভালোবাসো।  
তুমি ভালোবাসো, একগুচ্ছ সেজে থাকা,
সুন্দর রং বেরং এর ক্যাকটাস।
অতীব সুন্দর এই ক্যাকটাস গুলো,
মনোরম শোভা ছড়িয়েছে, তোমার বাগানে।
মনো মুগ্ধ করে তুলেছ।
যেখানে তুমি আমাকে রেখেছো  
আমি সূর্য উদয় থেকে সূর্য অস্ত ,
রাতের শুরু থেকে রাতের গহ্বরে,
ঘুরে বেড়াই এই মনো মুগ্ধ বাগানে।
গোলাপ আর ক্যাকটাস এর মাঝে।
তুমি আমার বাগানে থাকতে থাকতে ,
অভিযোগ এর পাহাড় বুনেছো।
সেখানে নেই তোমার ভালো লাগা গোলাপ,
নেই তোমার ক্যাকটাস।
ভালো লাগে না তোমার,
আমার সাজানো বাগানে থাকতে।
অভিযোগ করেছো আমার সাজানো বাগানে,
শুধু ঘাস ফুল কেন ? ..কেন শুধু কাশ বোন ?
সূর্য উদয় থেকে রাতের গহ্বরে- আমি তোমার বাগানে,
গোলাপ আর ক্যাকটাস এর কাটায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রক্তাক্ত হই।
শরীরের প্রতিটা জাগায় আঁচড়ে, আঁচড়ে ,
বুঝতে পারি তোমার ভালোলাগার যন্ত্রনা গুলো।  
তাই তোমার ভালো লাগা গোলাপ ক্যাকটাস গুলো,
আমার বাগানে আমি রাখিনি।
আমি চেয়েছি, তুমি কাশের আলতো ছোয়া পাও।
আমি চেয়েছি, তুমি শুদ্ধ বাতাস নাও ।
আমি চেয়েছি শুধু তোমার পদ চিহ্ন,
শুন্য, এই নরম, কাশ আর ঘাস বোনে।