তোমার জেদ ও ইচ্ছে  গুলো একদিন,
হয় তো জিতিয়ে দেবে তোমায়।
সময় সময়ের সাথেই চলে ধীরে ধীরে।
ইচ্ছে  গুলো বহন  করে এগিয়ে যাবার নেশাতে।
আমি চাইনি এভাবে বিদায় নিতে।
নিতান্তই মানবিক যাদুর মালিকা তুমি।
বিশ্বাস আর ভরসার বক্ষে জাদুর ছুরি মেরে ,
মনোরঞ্জনের যে নেশায় মেতেছো
সীমাবদ্ধ ক্ষয় আর  সীমিত বিনাশে তা থামবে না
জয় তোমার নিশ্চিত তবুও পরখ করে দেখো
সে জয়ে  কি হারিয়েছো কি পেয়েছো
চোখে এখন আর জল আসেনা আমার
এখন আর খুঁজে বেড়াতে  হয় না কিছু
একলা ঘরে চোখের সামনে সব দেখতে পাই
ঠকে  যাওয়া দীর্ঘ দিনের তোমার সব জাদু তামাশা
আনন্দ পাই একা একা হাততালি দিয়ে
মুচকি হাসি দিয়ে ভাবি বড্ড বোকা ছিলাম
তোমার জাদু মঞ্চের সহকর্মীরাও ,
মুচকি হেসে বুঝিয়ে দিলো তোমার জাদুকরী ক্ষমতা।
তোমার জয়ের মঞ্চে  আনন্দ থাকবে তো ?
আমি কিন্তু মরেও আনন্দ পাবো
তুমি জিতেছ তুমি ভালো আছো জেনে।