মুক্তির আশা আমি করিনা,
সংসারে জন্ম মানেই বন্ধন,
মনুষত্ব্য মানেই বন্ধন
যেখানে প্রত্যেকটি হৃদস্পন্দনে প্রেম
সেখানে মুক্তি চাওয়া সত্যিই বোকামি।


মুক্তি লাগবেই বা কিসে?
মায়াময় এই ধরনীতে আছে সুখ,
আছে প্রেম, বন্ধন, আছে স্বাধীনতা।
মুক্তি মানেই মৃত্যু, মুক্তি মানেই নিরবাসন,
একাকিত্ব, অতীত কল্পনা, অসীম শূন্যতা।


আমি মুক্তি পেতে চাইনা,
আমি মুক্তিকেই দিতে চাই চিরমুক্তি।