তুমি আমাকে কষ্ট দিয়েছ,
তুমি আমাকে দুঃখ দিয়েছ।
আমার মনের মত করে তোমায় গড়তে চেয়েছি,
আমি ভালোটুকু কুড়িয়ে এনে তোমায় দিয়েছি,
তোমার জন্য সব চেয়ে ভাল জীবন বেছেছি,
তবু আমার আশা নষ্ট করে, নিজের মত ভ্রষ্ট হয়ে,
তুমি আমায় জীবন ভরে কষ্ট দিয়েছ,
তুমি আমায় অনেক খানি দুঃখ দিয়েছ।


কিন্তু সত্যিই কি তুমি আমায় কষ্ট দিয়েছ,
তুমি নাকি আমি আমাকে দুঃখ দিয়েছি,
আমার মনের মত কেন তোমায় এমন হতে হবে,
তুমি যেমন আছো তেমন থেকো,
মানবো তবে আমি কবে,
গড়তে গিয়ে তোমায় আমি ভাঙতে চাইছি কি,
তাই ভেঙ্গে পড়ার কষ্টটুকু তোমায় দিয়েছি,


কেউ ফকির হয়ে সুখে থাকে
যার ভালো তার নিজের কাছে,
তোমার মত করে তুমি, ভালো থাকো,
সুখে থাকো, মানতে পারিনি,
তাই আমি আমার আশার ঘরে দুঃখ পুষেছি,
তোমার নামে কষ্টের ঋণ জমিয়ে চলেছি।


সহজে যা বদল হত,
খুশির মত ছড়িয়ে যেত
সেই আমাকে আড়াল করে,
বাকি যা কিছু বদলে দেওয়ার অঙ্ক কষেছি,
সুখের ঘরের চাবি ভুলে, দুঃখ বেছেছি
তাই কারোর জন্য নয়, আমি নিজেই কষ্ট পেয়েছি,
তুমি নয় আমিই আমায় দুঃখ দিয়েছি।।