আমি ভরা দিনের শেষে, লোপ চাতুরির হিসেব কষে,
চিত্ত যখন দুচোখ বোজে, আলগা বাঁধন আত্তা তখন মুক্তিপথের দুয়ার খোঁজে।
বোষ্টমী তার একতারাতে আপনভোলা সুরটি ভাজে~ তোমার যে সব দিতে হবে, ভাবটি ধরো,
দেখবে তখন মন আকাশে বৃষ্টি হবে।


একে একে সাঁকো ধরে ভবতরঙ্গের অপার পাড়ে,
শরীর ছাড়া আমি হলে, আত্মহীনা মেঘের ভারে,
মুক্তধারার আকাঙ্খাতে এবার তবে বৃষ্টি হবে।
তনু মনের ধোঁয়ার প্রাসাদ অটল ধারায় ধুয়ে যাবে, মনো-দিঘির শান্ত হলে পরমাত্মীয়ের দেখা পাবে।
প্রেমসুধায় সিক্ত করে এবার তবে বৃষ্টি হবে।


আমার রোদে পুড়ছে আবাস, রিপুর ভারে আবছা আকাশ,
জ্ঞান ও প্রেমের বাধন ছেড়ে, শরীর সুখের সাধন করে,
অবসাদের সাধ ঘুচলে বৃষ্টি তোমায় মনে পড়ে,
ভাবের যোগে মন বসালে পতীত জমিন আবাদ হবে,
গুরু বলেছে ফলহীন কর্মফলের বৃষ্টি হবে।।