আমি মান বাঁচিয়ে যাই,
তোমার দিকে না তাকাই।
তোমার চোখে চোখ রেখে
আমি অন্যদিকে চাই।।


তোমায় কিছু বলার আগে,
আমার যত না শরম লাগে,
লোক লজ্জাতে ভয় পাই,
তাই কেবলই ভেবে যাই,
গান শেখানো পিসি,
কাকার ছেলের মাসি,
বিনুনি বাঁধা নেকি,
পাশের বাড়ির কাকি,
আঁচল দিয়ে মুখ ঢেকে
বুঝি বলবে, "ওমা একি!"।।


তবু নেশার সাহস নিয়ে,
তোমার স্বপ্নতে ভর দিয়ে,
উড়ি আমি তোমার দিকে,
সমাজ বাঁধা লাগে ফিকে,
দেঁতো হাসির পাশ এড়িয়ে,
উল্টানো ঠোঁট যাই পেরিয়ে,
আমি লজ্জা ভুলে যাই,
আমি জীবন খুঁজে পাই,
কত বস্তা বাঁধা সস্তা কথা রাস্তাতে হারাই।‌।


যদি এমনটাও হত,
যে যা হোক বলে যেত,
হাই হ্যালোর কানাকানি,
বাঁকা ভুরুর গুনগুনানি,
তুলনা টানার বকবকানি,
আত্মভরা ফোঁসফোঁসানি,
তোমার কল্কিটা না ছুঁতো,
আমার সাগর চাওয়া তোমার ছোঁয়ায়
বিন্দু হয়ে যেত।।