আমার রাত ফুটো চাঁদের আলোয়
             ঝিঁঝিঁ পোকার আর্তনাদ,
কাঁটা তারে বনেট গুতো,
রাজার রথে জয় শ্রীরাম নিনাদ।


টিনের চালে কান বোজানো
বৃষ্টি সুরের বিলাওয়ালি থাট,
ফেনা ভাতের চচ্চড়িতে
পোলিও পেটের পুষ্টির চার্ট।


তিন তালাকির ওড়না ফুড়ে
সষ্টাঙ্গে মা গবাদি,
রেষারেষির হোমকুন্ডের
যজ্ঞে পোড়া লভ জেহাদি।


নীতির কোঁচায় নেতা দিদির
শিল্প তেলে ভাজা বেগুনী,
রকেট গড়া বিদ্যে ছেড়ে
ফিতের ফাঁসে বাঁধা কেরাণী।


আদিম রিপুর টানে ছেড়া
ভদ্রতার পাশ বালিশ,
কাদা মাখা বাঁকা চোখে মাপা
আঁতলামির নালিশ।


আর আছে কাজের মাঝে
মন দোটানার ভালো-মন্দ,
বেপাড়ায় পথ হারিয়ে
গল্প খোঁজার বুনো আনন্দ।।