পুরুষ তুমি একবার আমার মনটা ছুঁয়ে দেখো
আমার ঠোঁট স্তন কোমর নিয়ে কত কথা লেখো
তোমার চোখের উন্মাদনায় তবু আমায় ছুঁয়েছো কি?
পারো যদি পুরুষ আমার  মনটা ছুঁয়ে দেখো।।


ভালোবাসার নরম আমি, স্নিগ্ধ কোমল গান
শীতলতা খুঁজেছো করে উষ্ণ আলিঙ্গন
আমার মনের উষ্ণতা কভু খুঁজতে চেয়েছো কী?
তবু যদি একবার আমার মনটা খুঁজে পেতে।।


মুখ গুজেছি সুখের খোঁজে চাওড়া বুকের মাঝে
তুমি প্রেম খুঁজেছ উরুর মাঝে আমার বুকের খাজে
শরীর নামের পর্দা ঠেলে ঢুকতে পারলে কি?
মনের ঘরের চাবি খোঁজার ধৈর্য টুকু রাখো।।


সোনায় মোড়া দিস্তা খাতায় আমার নামটি লেখো
গর্বে ভরা শো কেসেতে ট্রফি করে রাখো
আমায় তুমি একটুও জিততে পারলে কি?
জেতার আগে একটু হলেও হারতে তুমি শেখো।।


আশার উপর আশা বেঁধে সিঁড়ি করে রাখি
তবুও তোমার চলার পথে কুড়াই শুধু ফাঁকি
এতকিছু বলার ফাঁকেও শুনতে পারলে কি?
একটু হলেও তুমি কি আমার মনের খবর রাখো।।


পুরুষ তুমি তোমার পাশের পিড়িতে আমি বাম
বিছানাতে শোয়ার আগে দিয়েছো শুধু দাম
চোখের কোনা ছোঁয়া জলে এতটুকুও ভিজেছো কী?
পুরুষ তুমি শুধু একবার মনটা ছুঁয়ে দেখো।।