কিছু সম্পর্কের নামে বার বার ব্যবহার হয়ে যাই,
ভালোবাসার ছদ্ম খোলস পড়ে থাকে যখন প্রয়োজন ফুরায়।
বিনিময়ে প্রেম দিয়ে হাত পেতে বসে থাকি, আর ভালোবাসা ফিরি হয় পাড়ায় পাড়ায়।
  


তবু যদি কোন দিন আবার আলসে আলোয় ভিজতে থাকে মন নদী,
নতুন করে বাসতে লাগে এক ছবি, ভালবাসা গল্পের উড়ান দেয় যদি ,
প্রয়োজনে লেগে গেলে ধন্য হওয়ার পালা, ছাই থেকে উঠে আসে ধুপ গন্ধের মালা।
সবকিছু ভুলে গিয়ে খুলে কবিতার খাতা, হাত পেতে দাড়াই আবার।    


কিন্তু সেই যে বললাম সম্পর্কের নামে ব্যবহার হয়ে যাই,
প্রেম শুধু পড়ে থাকে বাসি কাপড়ের মাঝে, ভালবাসা আর আসে না।  
কিছু গল্পের শেষ লিখে বসে থাকি, মুড়োনো নোটে গাছে ফুল ফোটে না।