সুখ হাতড়ে গিয়েছি, দুচোখ বুজে।
নেচেছি দু'হাত তুলে, ইচ্ছে পূরণ যাত্রা শেষে
ভাবলুম বুঝি পেয়েছি খুঁজে।


যখন সন্ধ্যা গড়িয়ে রাত্রি হলো পূর্ণ,
ক্লান্ত শরীর শ্রান্ত মনে, ভানের হিসেব নিয়ে বসে
দেখি প্রাপ্তির ভাড়ার শূন্য।।


কিন্তু চোখ খুলিনি, হয়তো গিয়েছি দেখে,
সুখ ইমারত দাঁড়িয়ে আছে, মান আর সম্মানে
প্রেম সাজানো শরীর ঢেকে।


আবার নামি নতুন খোঁজে, বিপুল বেগে,
নুড়ি পাথর শিকড় বাকড় রাখছি তুলে, পাই যা যেখানে,
গড়তে সুখ যদি লাগে।।


একদিন ভাবনা গুলো শান্ত হলে,
আমার আমি বললো হেসে, খুঁজেছ কি নিজ অন্তরে
দোখো একবার দুচোখ মেলে।


দেখতে পেতে, চাইতে যদি ভেতর পানে,
বৃথাই তুমি ছুটলে মরে খুঁজতে তাকে তেপান্তরে
সুখ ছিলো, আছে, থাকবে শুধু তোমার মনে।