আবার,
মাটির গর্ভে যদি না দিতেন প্রভু,
সুপেয় অমৃত জল জগতে কি কভু?|
মিটিত তৃষ্ণা ক্ষুধা কারো কোনদিন?
শান্ত কি হতো বুক সে জল বিহীন|
চৌচির হয়ে পৃথ্বী সবুজের গান,
ধূসর রূপেতে হতো চির অম্লান|
বিধাতা দিলেন তাই করমে নিজের,
ধরনী অতল তলে উত্‍স নীরের|
আবার,
ঞ্জান ও বিবেক যদি মানুষের মাঝে,
না দিতেন প্রভু তবে সেরা হতো না যে|
ধরনী বক্ষে তাই এ মানব জাতি,
কাটাত জীবন পশু সম দিবারাতি|
তা না করে প্রভু সেই শ্রেষ্ঠর তাজ,
পরালেন মানবেরে তাইতো সে আজ|
জগতের মাঝে হলো সৃষ্টির সেরা,
শৌযে,বীর্যে ঞ্জানে গুনে হলো ঘেরা|
দিয়েছেন প্রভু সবি আমাদের তরে,
উপকার নিমিত্তে ধরনীর পরে|
এতকিছু পেয়েও কি কভু কোনদিন?,
তুলেছি হৃদয়ে শুকরিয়া সঙ্গীন|
কভু কি নিয়েছি মুখে তার পুত নাম?,
করেছি কভু কি তার তরে কোন কাম?|
আমরা ধরার মাঝে অকৃতঞ্জ তবু,
তাইতো তাহার পথে না চলেছি কভু|
উচিত্‍ তাহারি পথে চলারে সতত,
আয় সবে করি তাই আজ এ শপথ|
_____________________শেষ|