কন্যা তুমি যখন রোদে
দাড়িয়ে,
ভেজা ও চুল শুকাতে দাও
ছাড়িয়ে|
দখিন হাওয়া দোল দিয়ে যায়
চুলেতে,
ঢেউ খেলে যায় কেশ ও কানের
দুলেতে|
তখন আমার চোখ পড়েনা
পলকে,
পাগল যে হই তোমার রূপের
ঝলকে|