আজকে কোথায় হারালো তোদের
অনুসন্ধানী চোখ?
কোথা গেল সেই দরদী বুকের
মানবিক মাপজোখ?|


যখন ওদের অন্তরে  কেউ
টেনেছিল কালো হাত,
তখন তো বেশ গেয়েছিলি তোরা
মানবিকতার নাত|


ওদের শ্রেষ্ঠ কুটিরে দাড়িয়ে
তোদের সে বড় গলা,
বিশ্বের চোখে আমাদের ধরে
ফেলেছিল নীচতলা|


সন্ত্রাসী আর তালেবান কত
সেঁটে দিয়েছিল গায়,
দু হাত চাপড়ে তুলেছিল মুখে
একী হলো হায় হায়!|


আমরাই নাকী সাম্প্রদায়িক
নর-খাদকের দল,
কাগজে কাগজে ঢেলেছিলি তার
চকচকে কালো জল|


অবসর কোন ছিল না তোদের
আঙুলের দুই ফাঁকে,
দিন রাত এনে জড়ো করেছিলি
কালো মগজের তাকে|


কিন্তু যখন ক্ষমতার চোখে
ওরা দিতে চায় তালা,
আমাদের ঘরে তখন তোদের
নিশ্চুপ কেন জ্বালা?|


কেন আজ ঐ অন্তঃসত্তা
হাতের চিহ্ন খালি?,
পূর্ণ সময়ে চুপ কেন আর
প্রসব করেনা কালি?|


আমরা হলেই সন্ত্রাসী আর
ওরা হলে কেন নয়?
কেন কৌশলী তোদের কলমে
ওদের এমন জয়?|


তোরা কী ভাবিস আমরা বুঝিনা
তোরা সবে কোন দলে,
এ তোদের পুরো ব্যর্থ চিন্তা
ভাসা বন্যার জলে|


তোরা হলি সেই কুচক্রী সেনা
বদরের পথ-ছায়,
তারি ছায়া আজ তোদের দেহের
আয়নাতে চমকায়|


এখনো বলছি ফিরে আয় তোরা
দেয়ালের পিঠ থেকে,
না হলে কিন্তু আরেক বদর
এ হাতে আনবো ডেকে|