কী কঠিন! যায়না হাঁটা
একেবারেই ও পথ ধরে,
যদিও অনিচ্ছাতেই
ঘুরে আসি মন-ফাঁপরে|


দেখি খুব শক্ত দেয়াল
উদ্দেশ্য এর মুখে টানা,
ও পথে দু চোখ থেকেও
তাই হতে হয় শেষে কানা|


সেখানে হঠাত্‍ করেই
আকাশ নামে হোঁচট খেয়ে,
আবারো রৌদ্র কড়া,
মুচকি হাসে চাঁদের মেয়ে|


উদ্ভট গভীরতায়
তলিয়ে যায় ও পথ খানি,
সকালের গান শোনা যায়
হঠাত্‍ রাতের কানাকানি|


শিকড়ের  নাগাল পেতে
রীতিমত ঘাম ছুটে যায়,
তাইতো সবাই দেখি
ঐ পথে চায় অবহেলায়|


পড়লেই চোখ ফিরে নেয়
কবর-পথের দেহ থেকে,
কেন হে পথের শিল্পী
এমনটা হয় তোমায় দেখে?|


কী এমন ক্ষতি ছিল
যদি ওপথ সহজ হতো?,
ভেতরের সুবাসে তার
নাচতো পথিক মনের মতো|


হৃদয়ের খুব গভীরে
গেঁথে নিত মুগ্ধ স্মৃতি,
তোমাতে বসতো জেঁকে
সকল প্রাণের সাগর-প্রীতি|


তবে কী তোমার পথের
মূল্য যেত ভীষণ কমে?,
নাকী তা বরং আরো
আকাশ ছুঁতো ক্রমে ক্রমে|


গৌরব নেই কোন সেই
দুর্ভেদ্যের পাথর টেনে,
তুলে দাও সকলি তাই
সাজাও ও পথ সহজ এনে|


তবেই তো জয় হবে ঐ
পথের এবং তোমার প্রিয়,
পাহাড়ের শীর্ষে তোমার
অনড় হবে আসন স্বীয়|