সুরমা-গাঢ় আকাশ এলে,
জল-নুপুরের ছন্দ ঢেলে,
ঘরের চোখে উদাসী হয় প্রাণ...
ভেজা হাওয়া লাগলে গায়ে,
স্বস্থি নাচে ঘুঙুর পায়ে,
ভাবের পালে লাগে ভীষণ টান...|


কেউ বসে সুর-সিক্ত  মুখে,
অতীত মধুর স্মৃতির সুখে,
বৃষ্টি মাখে চোখ-সমুদ্রে তার..,
কেউবা আবার এমন বানে,
সাত সাগরের কষ্ট টানে,
ব্যথার জলে ভাসায় বুকের পাড়....|


হয়তো তখন গভীর মূলে,
শব্দ নাচে পেখম তুলে,
ব্যথা কি বা খুশির ছন্দ তালে....,
কাগজ কলম হাতে নিয়ে,
হয়তো কিছু লিখতে গিয়ে,
লিখেই ফেলে কবিতা সেই কালে....|


এমন করেই নিত্য  চলে,
'খুবতো সহজ' মুখে বলে,
'কবি'শব্দে ভেজানো তার জল....,
ভাবে সে এক মস্ত কবি,
কাব্যাকাশের  দীপ্ত রবি,
সেইতো খুঁজে পেয়েছে  এর তল|


নিয়মনীতির বালাই ছেটে,
প্রসব ঢেলে খাতার পেটে,
দু চার কথা লিখেই ভাবে ভাই....,
আমিতো বেশ পোক্ত কবি,
কাড়বো যুগের খেতাব সবি,
আমিই সেরা আর দেখি কেউ নাই?....|


এ পথটা নয় সোজা অত,
যেমন পার যে যার মত,
ইচ্ছে হলেই টানবে পথের শেষ....,
এ পথ হাজার দরজা আটা,
মাঝে মাঝে সাগর কাটা,
এ পথ চলা কষ্টসাধ্য বেশ....|


সকল বাঁকের রহস্য-জাল,
ছিন্ন করার মন্ত্র ও তাল,
সবার আগে ধারণ করো যদি....,
এ পথ হবে অনেক সোজা,
লাগবেনা আর কিচ্ছু খোঁজা,
কাব্যে তবে পাবে নিজের গদি....|


তখন যত ইচ্ছে করে,
লিখে যেও পৃষ্ঠা ভরে,
দেখো কেমন সোনার ফসল ফলে....,
অবাক হবে নিজে নিজে,
দেখবে তোমার যাদুর বীজে,
পাগল কত হচ্ছে দলে দলে....|


০৪-০৭-২০১৪