রাতের কপালে কুসুমের ফোটা,
হরিণ রাঙানো আসমান গোটা,
মিটিমিটি কিছু পাখির নুর....,
আধেক মৃত্যু চোখের শরীরে,
স্বপ্নের মূল বুকের গভীরে,
ঝিঁঝিঁদের টানা গানের সুর....|


দিঘীর কাঁচেতে গোলাপী পদ্ম,
ঝিলে ভূমিষ্ট শাপলা সদ্য,
কাফন মোড়ানো কাশের বন....,
সূর্য শাসিত মাটির জমীনে,
জমাট সবুজ বর্ষার বীণে,
শিশিরে সিক্ত রুপালী ক্ষণ্....|


কালো সময়ের জরায়ু উতরে,
জন্মানো দিন শিশুর গতরে,
সোনা রোদ্রের মধুর তীর....,
ঘামের পতনে পৃথিবীর কোলে,
খুশবু মাখানো দখিনার দোলে,
বরফ শান্তি ও সুস্থির....|


ভাদ্র মেয়ের টানটান বুকে,
অগণ্য কালো স্তনেদের সুখে,
গন্ধে আকুল মুখর কাল....,
ফাগুনের ঘরে আগুনের খেলা,
ডালে ডালে বসা রক্তের মেলা,
অলিদের সুর লহরী তাল....|


কাঠের জমীনে আকাশের চোখ,
দাতা শ্রাবনের মধুময় শোক,
কলমি লতার গভীর প্রেম....,
হাতে থৈ থৈ মটরের দানা,
সন্ধ্যার বুকে রক্তের হানা,
ধানের সিঁথীতে ভরাট হেম....|


যখনই যাকে গাঢ় আহবানে,
বেঁধেছে এ মুখ ভক্তির গানে,
পিঠে তার কভু ভাসেনি চোখ....,
বরং আমার চাতক-শহরে,
পেয়েছি আকাশ-হাতের বহরে,
প্রাপ্তি সুখের ভরা আলোক....|
শুধু তুমি ঐ পাথরের প্রাণে,
ফিরিয়েছ পিঠ এ মুখের পানে,
শূণ্যতায় এ ভরেছ হাত....,
উপেক্ষার সে গভীর দোযখে,
আঁধার পড়েছে দিনের অলোখে,
জীবনে এসেছে অসীম রাত....|