অজানা নক্ষত্র থেকে সীমাহীন ছুটে আসা
------আমি একজন,
তোমাকে দেখবো বলে সুধাময় এই মাঠে
সুবজ ঘাসের বুকে
----রেখেছি চরণ।


সহস্র শতাব্দী ধরে তোমার রূপের মদ
----কল্পনার গ্লাসে,
আমাদের ঘরে ঘরে সমস্ত প্রহর জুড়ে
মুখে মুখে শ্রেষ্ঠত্বের
---গন্ধ নিয়ে আসে|


সমুদ্র সে বর্ণনায় বিস্মিত বিমুগ্ধ প্রাণ
----গলে ছায়াপথ,
রোদের চরণ ধূলি ছুঁতে এই দুরালোকে
হিজলের আঙিনায়
----থামিয়েছি রথ|


অদৃশ্য মোড়কে চেপে পর্যটক পরিচিতি
----বসে দুর থেকে,
তোমার শরীর চোয়া বরফ-মহুয়া জল
মন্ত্রমুগ্ধ পেয়ালায়
----গেছি ঠোঁটে রেখে|


ময়ুর বা প্রজাপতি কখনোবা পদ্মনীল
----কখনো আঁধার,
কখনো গোলাপ টিয়ে বকুলের ছদ্মবেশে
তোমার জোছনা দেহে
----কেটেছি সাঁতার|


যাদেরই মুখচ্ছবি দেহে ধরে মিশে গেছি
----মিছিলে ওদের,
তারাই সকলে এসে অফুরন্ত ভালবেসে
নিয়েছে নিজের করে
----পাইনিতো টের|

যখনি তোমার রূপে টেনেছি নিজের মুখ
----ছুঁয়ে দেখবো বলে,
তখনি ঝড়ের বেগে ঘাতক বুলেট এক
দিয়ে গেলো মৃত্যুদাগ
----বুকের অতলে|
______________________
৩০-১০-২০১৫