চেয়ে দেখো সীমাহীন কাক-রঙা নিশীথের
........বুক ছায়া তলে,
সহস্র হিরক কণা রাতের প্রহরী হয়ে
........কি দারুণ জ্বলে|


আজতো মেঘের পালে মুখে তার বিদিশার
.......বেড়া পড়েছিলো,
তবুও এতটা রূপ হরিণ রাঙানো ছাদে
........কে টাঙিয়ে দিলো?


এগুলোতো তারা নয়
ধ্যানী প্রাণ ছুঁয়ে দেখো
........হে প্রিয় বেহাগ,
এ বুকের কেরোসিনে নিকষ আঁধার ভাঙা
........চোখের চেরাগ।


একটু বাড়িও মুখ বেহুঁশ ঘরের কোন
........বাঁধা চোখ গলে,
ভরাবো সাহারা প্রাণ তোমার জোছনামাখা
........রূপের ফসলে।
_______________________