মন খারাপের শহরে ঘুরছে মনের জালা
মনের মাঝে কষ্টের প্রহর বইছে বেলা;
সাধের মনুষ্য জীবন সুখ-দুঃখের খেলা,
জীবনের যাতনার কথা কষ্ট হয় বলা।
কি দিয়ে করি মানবের ইচ্ছা পূরণ?
রাতারাতি স্বপ্ন পূরণে করি দেহের ক্ষরণ;
জালায় জলি শুধু দেখে না কেউ,
ক্লান্ত,শ্রান্ত নাবিক আমি গুনি সাগরের ঢেউ।
কাজ করি, জীবনের নাটকের সাথে করি লুকোচুরি
দেহের শক্তি থেকে ও তবে মনের শক্তি খুঁজে মরি;
অসহায় জীবনে সঙ্গীর আশায় তোমার হাত ধরি,
স্বপ্নের রঙিন ডানায় উড়ে উড়ে প্রেমেতে জীবন গড়ি।
প্রেমের ভিত্তি বিশ্বাসের তোলায় থাকতে হবে একশ রত্তি
বিশ্বাসে সুখের সংসার হয় কানায় কানায় ভর্তি;
যদি ভাগ্যের পরিনামে তোমাকে হারায় সত্যি,
মনের মাঝারে গড়ব তোমার অপরূপ মূর্তি।