ঘুটঘুটে অন্ধকার যেন চারদিকে বাসা বেধেছে
কাউকে দেখি না আমি,চোখে পড়ছে শুধু বদ্যভুমি
এই ভয়ংকর কালো রাতে,
ভয়ের সাথে প্রতিটি কদম দিতে পরান কাপে।
বাচার তাগিদে চলেছি একলা পথ
সাহসকে সঙ্গী করে নিজেকে করেছি রথ,
নিঝুম এই রাতে চাঁদ ও ডেকেছে আমবস্যার ফাকে
জোনাকি পোকার ঝিঝি ডাকে ভয়ের উন্মাদনা বয়ে চলে মনের বাকে।
মনে ভয় তবু ও চলেছি অজানা পথে ঠিকানা যদি আমার হয়
কেউ যেন দাড়িয়ে আছে আগলে আমার পথ,
বিপদে মোরে রক্ষা করতে এসেছে বন্ধু সত।
ছুটে চলি তাকে নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে
যেতে হবে আজ আমার সুয্যি মামা জাগার আগে;
রাতের অন্ধকারে কালবৈশাখীর খেলা ছুটে চলে
প্রচন্ড বাতাসে তুমি বাসা বেধেছিলে গাছের মগডালে।