মা ...


দুঃখের অসীম পাহাড় দিয়েছ পাড়ি
ঝড়- ঝঞ্জা সয়েছ তুমি হে জননী।
অভাবের সংসারে জন্মেছি তোমার কোলে
দুঃখ কষ্টে করেছ মানুষ ,
কখনো কি তা যাব ভুলে।
তোমারি জন্য দেখেছি
এই সুন্দর পৃথিবীর মুখ,
যতটুকু পেরেছ দিতে
তা নিয়ে পেয়েছি সুখ।
অন্যদের মত পারনি দিতে
স্কুল এর ব্যাগ ,
দিতে পারনি ধনীর ছেলের মত
দামী শার্ট -প্যান্ট,
দুঃখ নেই আমার তাতে
পেয়েছি তোমার মত জননী এই জগতে।
নরম বালিশে কভু মাথা রাখিনি
সুখের পরশ কি কভু তা বুঝিনি ,
দুঃখ দিয়ে বিধাতা গড়েছে জীবন
সুখের আশায় দেখেনি কখনো জীবনের স্বপন।
তোমার আশীর্বাদে আজ
শীর্ষে আমি জীবনের গন্তব্যে
তোমার ভালবাসা সঙ্গী আমার
মরণের আগ মুহুর্তে।