রাতের ওই অমবশ্যার আধারে এসো না তুমি,
ক্লান্ত বিকেলের শ্রাবন ধারায় ঝড়ো না তুমি ,
রোদের ওই দবদাহ গরমে শরীর ভিজিও না তুমি ,
আমার কষ্টের দুঃসহ প্রহরের রাত জাগা পাখি হইও না তুমি ,
মান আর অভিমানে রাগের সঙ্গীত বাজিও না তুমি ,
সুখ আর দুঃখের সাথী হয়ে থেকো না তুমি ,
কিছু সময় আর কিছু অসময়ে তোমার স্পর্শ দিও না তুমি ,
অপলক চোখের চাহনি দিয়ে মোর মন কেড়ো না তুমি।