সকাল থেকে আকাশের মুখটা ছিল খুব ভারী l
দমকা হাওয়া যেন কষ্টের ঘূর্ণি ঝড়
হয়ে বইছে l
মেঘেরা সূর্যের আলোকে কালো পর্দা দিয়ে ঢেকে রেখেছে l
গন্তব্যের ঠিকানা জেনে ও ভুল পথে হেটেছি l
শান্ত মস্তিস্ক ক্ষোভে অকার্যকর হয়ে পড়ল l
অকারণে প্রিয় মানুষের সাথে অভিমান করলাম l
পথের দুরত্ব ও যেন বেড়ে গেল আমার দুর্দশায় l
প্রকৃতির কান্নায় ভিজলো আমার গায়ের কাপড় l
মাথার উপর ছাতা টা ও নিষ্টুর বেগবান বাতাসে ভেঙ্গে পড়ল l