জাগরণ
✍ রাজু দাস(সুভাষগ্রাম)


জাতপাতে এই সমাজ বদ্ধ
করছি জবাই নিজের মস্তিষ্ক কে,
সব মৌলিক অধিকার জেনে ও
আজও অগ্ৰদূতের ভাষণে দগ্ধ,
মোড়ে মোড়ে হচ্ছে মগজ-ধোলাই
বাড়ছে ক্রদ্ধ,ধরছি অস্ত্র,
ধংস করেছি বই পাঠের জ্ঞান
হাত ধুয়েছি লাল রক্তে,
বাঁচার তাগিদে নগরবাসী
রক্তাক্ত হয়েছে এই সমাজ,
মগজ-ধোলাই আর না
বাঁচাতে চাই নিজের তাগিদে,
জাতপাত ভুলে গিয়ে
গড়ি সুন্দর নব জাগরণ।।