মায়াস্বর
✍ রাজু দাস(সুভাষগ্রাম)


দূরের ওই মাঠের পাড়ে
ভেপু বাজিয়ে গান করে
মধুকণ্ঠে মিষ্টি সুরে,
গাঁয়ের সব বাচ্চা ছেলে
দাঁড়িয়েছে ভিড়টি করে,
চুপটি করে আছি বসে
মনেপ্রাণে শ্রোতা হয়ে।
আহা! কি সুরের জাদু
হৃদয় হয়েছে ব্যাকুল,
হারিয়ে যাব বিবেক জ্ঞানে
গানের এই মায়াস্বরে।