বড্ড বাড়াবাড়ি করছে বসন্ত,
মনে হচ্ছে প্রেমেই পড়বো-
কাউকে খুব বেশি মনে পড়ছে
না দেখা প্রিয় অপরিচিতায়
ডুবে যেতে ইচ্ছে করছে,“আমৃত্যু”।


ইচ্ছে করছে একটি চিঠি লিখতে
প্রেমের উপমায় ভরে দিতে
লাইনের পর লাইন।
পড়তে ইচ্ছে করছে অসংখ্য
প্রেমের উপন্যাস, কবিতা ও কথা।


প্রেমে পড়েছি অথবা পড়ে যাবো নিশ্চই
নিয়মিত হারাচ্ছি নিয়ন্ত্রন,
তার জীবনের বসন্ত উৎসবে
নিমন্ত্রন পাই বা না পাই
অযাচিত অতিথি হয়েই কি ঠাই নেবো?
নাকি দরজায় কড়া নাড়বো,
একটি গোলাপ অথবা অর্কিড নিয়ে?


যদি ভালবাসে কি দেবো তাকে?
“আমাকে”?