আবার করো এফোড় ওফোড়
আবার তুমি হৃদয় চিড়ে বুনন করো
শিল্পী তুমি?
আমার কত রক্ত ঝড়ে, খেয়াল করো?


খেয়াল করো? আমার কখন গলা শুকায়?
জল পিপাসায় কখন আমার
মৃত্যু এসে কড়া নারে, ঘুমের ঘরে।
তুমি তো ঠিক পাশ ফিরে শোও-
আমি কখন মৃত্যু জড়াই-
বন্ধু বলে আলিঙ্গনে হাতটা বাড়াই?
দেখেছোকি খেয়াল করে?


আমি কখন রাত দুপুরে বাইরে বসি-
আকাশ দেখি, একলা কাঁদি, খেয়াল করো?
বড্ড তুমি ভালোবাসো-
ইটের পরে ইট গেছে তাই দেয়াল গড়ো।


আবার করো এফোড় ওফোড়-
এই হৃদয়ে উল বুনে যাও, কার উপহার?
দেখতে তাকে ইচ্ছে ভারি,
না জানি তা, থাকনা ওসব জটিল কথা
তুমি বরং তাকেই নিও-
এবং দিও আমার গায়ের রক্তে ভেজা
সেই উপহার।