আমি নিঃশ্ব একা, রাতের আকাশ দেখি।
আমি কল্পনাতে, তোমার ছবি আঁকি।
আমি ক্লান্ত পাখি, তবু আকাশে উড়ি।
আমি কষ্টে ভরা, একটি রঙ্গীন ঘুড়ি।
কিছু স্বৃতি আছে, শুধু কষ্ট দেয়।
কিছু কষ্ট আছে, ভেবে কান্না পায়।
কিছু রাত্রি আছে ,আজও ভোর না হয়।
কিছু ভোর আছে, হয়না সূর্য উদয়।
চলেনা জীবনটাযে, ব্যাথা বুকে নিয়ে।
নিথর হলো দেহ, তোমার সঙ্গ পেয়ে।
কেন চলে গেলে, হৃদয়ে সপ্ন দিয়ে।
আজও তোমায় ভেবে, কাঁদি মুখ লুকিয়ে।
তবু দোয়া করি, তুমি থাক সুখে।
আমি থাকব বেচে, তোমার স্বৃতি বুকে।