আমি যদি কষ্ট হতাম...
এই পৃথিবীর দুঃখী মানুষদের মনে
ধূসর ছবি আঁকতাম না।
আমি যদি কান্না হতাম...
কারো ভালোবাসার মানুষের চোখে
ডেউ হতাম না।
আমি যদি যন্ত্রনা হতাম...
কেউ আমাকে বুকে জড়িয়ে ধরে
আর্ত্বনাদ করতে পারতোনা।
আমি যদি স্বৃতি হতাম...
কারও জীবনে পুরোনো অতিতকে
ডেকে আনতাম না।
আমি মানুষ তাই পৃথিবীর সকল
কষ্ট, কান্না, যন্ত্রনা এবং অতিতের স্বৃতিগুলো
প্রতিনিয়ত আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে।
আর আমিও তাদের খাদ্যদ্রব্য হয়ে
ধীরে ধীরে নিঃশ্বেষ হয়ে যাচ্ছি.....।