পারিবারিক উৎসব উল্লাস,
                                    রাজ পথে আজ-
             দোষী তুমিও নও, দোষী এই রাজ ||


তবু.....
               ছিল সেই দিন, মায়েরা কত শক্ত-
     আজ যেন মেয়ে থেকে মায়েরা বেশি মুক্ত ||


              তুমি আজ হয়ে গেলে শহুরে মা-গো-
                                     জাগো মা জাগো-
                    বদলে দিও না তোমার সংজ্ঞা ||


                   হোক-বা আগমনী,
               হোক না বিদায় রজনী-
        রংয়ের মেলা, বেজায় খেলা,
  উন্মত্ত সংগীত -মে  নাগিন নাগিন-
           নাচে জোট বেঁধে নাগিনী ||


     নৃত্য মগ্ন মদ মগ্ন, এক ভাষায় সমাজ অর্ধ নগ্ন-
               এই রুপে যে তোকে ভাবিনি কখনো -
                      বদলে যা মা-
                      বদলে যা বোন-
                      সময় আছে এখনো ||